১৪ সমতলের রাজা
বসন্তের প্রথম শিকারপর্ব শেষে গোষ্ঠীর সর্দারের গল্প একড়ির মনে মোষেদের সম্পর্কে আরও জানতে আগ্রহ সৃষ্টি করল। ছোট্ট বাজকে নিয়ে সে পৌঁছে গেল মোষেদের দলে। সেখানে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হল একড়ি। কিন্তু তার বুদ্ধিমত্তা ও পূর্ব অভিজ্ঞতা তাকে সকল বাধা কাটিয়ে উঠতে দারুণ সহায়তা করল।
18th June, 2024 6:53 PM
Comments
No Comments!